বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
Logo
শিরোনাম
নবাগত ওসির সাথে ডোমার প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডোমারে পেশাজীবী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত ডোমার’ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে পথচারীদের মাঝে ইফতার বিতরন দেবীগঞ্জের বীজ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তার কক্ষ থেকে টাকা ও নথি চুরির অভিযোগ নীলফামারীতে সম্পত্তি না পাওয়ায় বাবার কবরে শুয়ে লাশ দাফনে বাঁধা দিলো ছেলে ডোমারে সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত আলোকিত ডোমার সংগঠনের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমার সাংস্কৃতিক সংসদ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘আই লাভ ডোমার’ স্থাপনার শুভ উদ্বোধন ডোমারে সমাপ্ত হলো অষ্টম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

[wtn_news layout='list' desxeiption=hide]

দুর্গোৎসবে তিনস্তরের নিরাপত্তার চাদরে ৯শ মণ্ডপ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

জেলায় দূর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। মূর্তি তৈরী ও সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় পাড় করছে পূজা সংশ্লিষ্ট সকলে। হিন্দু ধর্মাবলম্বীদের এই বড় উৎসবকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে পুলিশি টহল সহ নিরাপত্তার সকল কার্যক্রম।

জেলায় ৮৮৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আগামী ১৯ অক্টোবর দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম। ২০ অক্টোবর ষষ্ঠি পূজা আর ২৪ অক্টোবর বিসর্জন।

এদিকে শারদীয় উৎসব পালনের সনাতন ধমাবলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। দুর্গা দেবীর আগমনে প্রতিবারের ন্যায় এবছর মন্দিরে নানা আয়োজন করা হয়েছে। এবছর দুর্গার আগমন ঘোটকে আর গমন ঘোটকে(ঘোড়ায়)।

শুটিবাড়ী বাজার কেন্দ্রীয় সর্বাজনীন মন্দিরের পুরোহিত টিপু ঠাকুর বলেন, মায়ের আগমন ঘোটকে হলে ‘শষ্য বৃদ্ধি তথা স্তথা জলম’ অর্থাৎ এবছর দেশে ফলন বৃদ্ধি পাবে ও বন্যা হবে। আর মায়ের গমন ঘোটকে হলে ‘ছত্রভঙ্গ স্তরঙ্গমে’ অর্থাৎ সবকিছুতে ভাঙন ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

জেলা পুলিশের সূত্রে জানা গেছে, ৮৮৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে ডিমলা ৭৮, জলঢাকায় ১০৫, কিশোরগঞ্জ ১৪৭, সদর ২৮৫, সৈয়দপুরে ৮১ ও ডোমারে ১০৫ টি মণ্ডপ রয়েছে।

নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর টিডিএমকে জানান, জেলায় ৮৮৭ টি মণ্ডপের অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে মন্দির গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট পূজা পরিচালনা কমিটিকে অবহিত করেছি। পুলিশ আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে ৫-৭ জন করে নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও টহল টিম ও সাদা পোশাকের পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেশি তাই পূজা উদযাপন কমিটিকে ঝোপ-ঝাড়সহ মন্দির এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

এইচএস/সাবা


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com