বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
Logo
শিরোনাম
নবাগত ওসির সাথে ডোমার প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডোমারে পেশাজীবী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত ডোমার’ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে পথচারীদের মাঝে ইফতার বিতরন দেবীগঞ্জের বীজ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তার কক্ষ থেকে টাকা ও নথি চুরির অভিযোগ নীলফামারীতে সম্পত্তি না পাওয়ায় বাবার কবরে শুয়ে লাশ দাফনে বাঁধা দিলো ছেলে ডোমারে সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত আলোকিত ডোমার সংগঠনের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমার সাংস্কৃতিক সংসদ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ডোমারে ‘আই লাভ ডোমার’ স্থাপনার শুভ উদ্বোধন ডোমারে সমাপ্ত হলো অষ্টম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

[wtn_news layout='list' desxeiption=hide]

প্রধান শিক্ষকের করা চাঁদাবাজি মামলায় ডোমারে তিন জন আটক

প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

আ.ফ.কা পাখি, স্টাফ রিপোর্টারঃ

ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুখের দায়ের করা চাঁদাবাজি মামলায় ৩ জন আটক হয়েছে। আসামীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা জজ আদালতের বিচারক আয়শা বেগম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

অত্র মামলার বাদী মোঃ ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক। উক্ত মামলায় আটককৃতরা হলেন, ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মরহুম এনায়েত হোসেন নয়নের ছোট ভাই এবাদত হোসেন চঞ্চল(৪৫) , মৃত মনছুর আলী (ভেন্ডার) এর ছেলে মোসাদ্দেকুর রহমান সাজু(৪৪) , ধৌলু মামুদ এর ছেলে রতন ইসলাম(৫২)। আটককৃতরা ডোমার পৌরসভার চিকনমাটি ধনিপাড়া এলাকার বাসিন্দা।

মামলা সুত্রে জানা যায়, ডোমার বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ভিতর একটি অর্জুন হেলে পড়ে, গাছটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ঝুঁকি পূর্ন হওয়ায় বিদ্যালয়ের কমিটি মিলে একটি রেজ্যুলেশন করে প্রায় ৫/৬ মাস পূর্বে উক্ত গাছটি বাদীর উপস্থিতিতে কর্তন করেন। তখন গাছটি বেআইনী ভাবে কাটা হচ্ছে মর্মে হুমকি প্রদর্শন করে আটককৃতরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর নিকট ১,০০০০০/-(এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। মামলার বাদী প্রধান শিক্ষক বিবাদীদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা বাদীকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। পরবর্তীতে বিবাদীরা বাদীর বিরুদ্ধে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উক্ত গাছ কর্তনের অভিযোগ করিলে ডোমার উপজেলা নির্বাহী অফিসার বাদীকে ডেকে নিয়ে তাকে গাছ কর্তনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। বাদী জানায়, গাছটি ঝুঁকিপূর্ন ছিল তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্তন করা হয়েছে।

মামলা সুত্রে আরো জানা যায়, গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর কোন কিছু করতে না পেরে বাদীকে হয়রানি করার অজুহাত খুঁজতে থাকে। একপর্যায়ে অত্র মামলার ঘটনার দিন গত ০১/০৯/২০২৩ রাত্রী অনুমান ১১.০০ টার দিকে বাদী তার স্কুলের নাইট গার্ড ঠিক ভাবে ডিউটি করে কি-না, তা দেখার জন্য স্কুলের প্রধান ফটকের সামনে এসে  নাইট গার্ড ও মামলার সাক্ষী রফিক এর সাথে কথা বলেন। এরপর স্কুল হতে বাসায় যাওয়ার পথে ডোমার বালিকা বিদ্যা নিকেতন স্কুলের সহকারী শিক্ষিকার বাড়ির সামনে পৌঁছালে মামলার বিবাদীরা পরস্পর যোগ সাজসে বাদীকে দেখতে পেয়ে পথরোধ করে বাদীর সাথে স্কুলের সহকারী শিক্ষিকার পরকিয়ার সম্পর্ক আছে মর্মে বাদীকে আটক করে, ০১ নং বিবাদী চঞ্চলের বাড়িতে নিয়ে ঘরের ভিতর আটক করে রাখে। সেখানে বাদীর নিকট ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করেন। উক্ত টাকা দিতে রাজি না হলে বাদীকে মারডাং সহ প্রান নাশের ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। একপর্যায়ে বিবাদী মোঃ এবাদত হোসেন চঞ্চল, মোসাদ্দেকুর রহমান সাজু  ও রতন ইসলাম বাদীর নিকট ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দাবী করেন। বাদী দাবীকৃত টাকা এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে অস্বীকার করলে বিবাদীরা বাদীর নিকট ভিডিও চিত্র ধারন করেন, সেখানে বিবাদীরা বাদীকে শিখিয়ে দেন যে, “ডোমার বালিকা বিদ্যা নিকেতন স্কুলের সহকারী শিক্ষিকার সাথে বাদীর পরকিয়া সম্পর্ক আছে, বাদী তার সাথে কোন সম্পর্ক রাখবে না এবং তার বাড়িতে কোন দিন আসবে না।” উক্ত স্বীকারোক্তি নিয়ে বাদীকে রাত্রী অনুমান ০৩.০০ টার দিকে ছেড়ে দেয়। বিবাদীরা বাদীকে ছেড়ে দিয়ে আরো হুমকি প্রদান করেন যে, এ ব্যাপারে কাউকে কিছু জানাইলে বাদীর বড় ক্ষতি করবে এবং মিথ্যা খবর প্রকাশ করে চাকরীচ্যুত করবে। বাদীর উক্ত স্বীকারোক্তির বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে বাদী বিজ্ঞ আদালতে অত্র মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষিকা জানান, মামলার বিবাদীরা কোনো কোনো ধরনের তথ্য প্রমান ছাড়াই আমাকে হয়রানি করছে।

মামলার বাদী প্রধান শিক্ষক ওমর ফারুখ জানান, মামলা তুলে নেয়ার জন্য বাদীরা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলো। প্রতিষ্ঠান ও পারিপার্শ্বিক কারনে আমি মামলা তুলতে রাজি হইনি। মামলার ২নং আসামী সাজু এর নামে ইতিপূর্বেও ডোমারের এক কাউন্সিলর চাঁদাবাজির মামলা করেছিলো।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com